ঢাকায় এসেে রোহিঙ্গাদের মধ্যে সৃষ্টিকর্তাকে দেখলেও মিয়ানমার সফরে 'রোহিঙ্গা' শব্দটি পর্যন্ত উচ্চারণ করেননি পোপ ফ্রান্সিস। অবশ্য তার মিয়ানমার-বাংলাদেশ সফর শুরুর অনেক আগেই তাকে এ শব্দটি মুখে না আনার পরামর্শ দিয়েছিল বিভিন্ন পক্ষ। পোপ সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন। তবে সে আচরণের ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
বাংলাদেশ সফর শেষে রোমে ফেরার পথে সাংবাদিকদের পোপ বলেন, 'আমি এই শব্দ বললে তা দরজা বন্ধ করে দেয়ার মতোই হতো। রোহিঙ্গাদের বিষয়ে আমার অবস্থান কী সেটা সবাই জানে (সফরের আগে ভ্যাটিকানে থাকাকালে রোহিঙ্গা ইস্যুতে পোপের অবস্থানের দিকে ইঙ্গিত করে)। সমস্যা সমাধানে বাধা তৈরি করে দিলে আমার ভালো লাগতো না। আমি আলোচনায় বিশ্বাসী।' সূত্র : সিএনএন
বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর, ২০১৭/ফারজানা