কোস্টারিকার প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপের অদূরে হাঙ্গরের আক্রমণে চলতি সপ্তাহে মার্কিন এক নারী পর্যটক (৪৯) নিহত হয়েছেন। রবিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
হাঙ্গরের আক্রমণে কোস্টারিকার ২৬ বছর বয়সী এক গাইডও মারাক্রকভাবে আহত হয়েছেন। ওই গাইড আমেরিকানসহ একটি পর্যটক গ্রুপকে নেতৃত্ব দিচ্ছিল।
পরিবেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কোস্টারিকার মূল ভূখণ্ড থেকে পাঁচশ কিলোমিটার দূরে কোকো দ্বীপের অদূরে ন্যাশনাল পার্কে সার্ফেসিংয়ের সময়ে তারা হাঙ্গরের আক্রমণের শিকার হন।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/আরাফাত