সম্প্রতি এক শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। সেই মিসাইল পরীক্ষার সাফল্যে রীতিমত উৎসব পালিত হয়েছে পিয়ংইয়ং-এর রাস্তায়। এবার সেই মিসাইল বহনকারী একটি বিশেষ ট্রাক তৈরি করা হয়েছে। আর এতে কর্মীদের সাধুবাদ দিয়েছেন কিম। শনিবার উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।
মিসাইল লঞ্চ করার পরের দিন 'Hwasong-15' নামে নতুন ওই মিসাইলের ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া। আর সেই ছবি দেখে মিসাইল বিশেষজ্ঞরা জানিয়েছেন, যা ভাবা হয়েছিল তার থেকে প্রযুক্তিগতভাবে অনেক বেশি এগিয়ে এই মিসাইল। উত্তর কোরিয়া যে মিসাইল তৈরির ক্ষেত্রে বেশ খানিকটা এগিয়ে গেছে, সেকথা স্বীকার করে নিয়েছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, উত্তর কোরিয়াও দাবি করেছে যে এটি তাদের সবথেকে শক্তিশালী মিসাইল। এই মিসাইল নাকি আমেরিকার যে কোনও স্থানে আঘাত করতে সক্ষম। যা নিয়ে নতুন করে অশনি সঙ্কেত দেখছেন অনেকেই। অনেকের মতে, উত্তর কোরিয়ার এই শক্তি পরীক্ষা বিশ্বকে আরও একবার যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।
প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান দাঁড়িয়ে থেকে মিসাইলের পরীক্ষা দেখছেন। শুধু দাঁড়িয়ে থেকে দেখা নয়, প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে মিসাইলের পরীক্ষা সফল হওয়ার পর আনন্দে ফেটে পড়ছেন কিম। শুভেচ্ছা জানাচ্ছেন দেশের সামরিক বিশেষজ্ঞদের। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই ছবি প্রকাশিত হয়েছে।
বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর ২০১৭/হিমেল