'তাণ্ডব'-এর স্মৃতি ফেরালেন কৃষ্ণসাধন মণ্ডল। স্বল্প দৈর্ঘ্যের ওই হিন্দি ছবিতে আচমকা যেভাবে নাচতে শুরু করে হইচই ফেলে দিয়েছিলেন 'কনস্টেবল' মনোজ বাজপেয়ী। ঠিক একইভাবে থানার ভিতরে নেচে শোরগোল ফেলে দিয়েছেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ওই এসআই কৃষ্ণসাধন মণ্ডল। পার্থক্য শুধু একটাই। ছবিতে অভিনেতা মনোজ গোলমাল থামাতে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। আর বাস্তবে নারী সহকর্মীদের সামনে চটুল হিন্দিগানের তালে নেচেছেন কৃষ্ণসাধন।
ভারতের আসানসোল-দুর্গাপুর কমিশনারেট সূত্রে জানা গেছে, ওই এসআই বর্তমানে চিত্তরঞ্জন থানায় কর্মরত। কয়েকদিন আগেই তিনি সেখানে কাজ শুরু করেছেন। এর আগে তিনি ছিলেন হীরাপুর থানায়। আর এই ভিডিও সেখানে তোলা হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, থানার মধ্যেই চলছে হিন্দি গান 'টুকুর টুকুর…'। আর সেই গানের তালে নাচছেন ওই এসআই কৃষ্ণসাধন মণ্ডল। সিনেমায় সাধারণত অভিনেত্রীদের যেভাবে নাচতে দেখা যায়, তেমনভাবেই নাচতে দেখা গেল তাকে। তার সামনে তখন বসে রয়েছেন তিন নারী পুলিশ সদস্য। তাদের এই ঘটনা রীতিমতো উপভোগ করত দেখা গেছে। এমনকী, লকআপের মধ্যে থাকা বন্দিরাও উপভোগ করেছেন সেই নাচ। আর কেউ একজন ক্যামেরাবন্দি করেছেন নাচের দৃশ্য। তার পরই তা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
রাজ্যে গত কয়েকবছরে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। দুষ্কৃতকারী তাণ্ডব থেকে বাঁচতে টেবিলে তলার লুকনোর ঘটনারও সাক্ষী থাকতে হয়েছে রাজ্যবাসীকে। ফলে এই ঘটনা সামনে আসতেই সমস্যায় সরব হয়েছেন সকলেই। বিরোধীদের বক্তব্য, রাজ্য সরকারের অধীনে পুলিশ এখন পুরনো ঐতিহ্য হারিয়েছে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার থেকে নাচ-গানই বেশি পছন্দ করছেন পুলিশের কর্মকর্তারা। কারও কারও আবার সরস কটাক্ষ, হীরাপুর থানায় কি কৃষ্ণসাধনের ফেয়ারওয়েল পার্টি চলছিল!
যদিও ওই এসআই কেন এমন ঘটনা ঘটলেন, তা জানতে চেয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাই এ নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার লক্ষ্মীকান্ত মিনা।-কলকাতা২৪.কম।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/আরাফাত