মুকেশ আম্বানি। ভারতের বহুজাতিক কোম্পানি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান। বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর তালিকায় তার নাম রয়েছে। ব্যবসা ও সম্পদের পরিমাণও নেহায়েত কম নয়। হাজার হাজার কোটি টাকার মালিক এ বিজনেস ম্যাগনেট।
ফরবেসের তথ্য মতে তার বর্তমান সম্পদের পরিমাণ ৪০ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। অথচ এই লোকটির পকেটে নাকি ফুটো পয়সাও থাকে না। এমনকি কোনও ক্রেডিট কার্ডও বহন করেন না তিনি।
তাহলে প্রশ্ন উঠতে পারে- সবখানে তিনি চলেন কী করে, সামাজিকতাই বা কীভাবে রক্ষা করেন? এই প্রশ্নের উত্তরে মুকেশ আম্বানি জানান, সার্বক্ষণিক তার সঙ্গে থাকা সহযোগিরাই যাবতীয় বিল মিটিয়ে দেন।
সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে দেয়া এক বক্তব্যে মুকেশ আম্বানি এ কথা জানান। তিনি বলেন, ‘অর্থ তেমন বিশেষ কোনো ব্যাপার নয়। এটি কেবল কোনো প্রতিষ্ঠানকে ঝুঁকি নিতে সাহায্য করে। এ ছাড়া অর্থ আপনাকে অল্প মাত্রায় স্বস্তি দিতে পারে।’
বিডিপ্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৭/ ই জাহান