ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুকে নিয়ে একটি টুইট করে বিতর্কে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
বুধবার যখন নেতাজীর ১২২ তম জন্মদিন পালনে সবাই ব্যস্ত ঠিক সেসময়ই কংগ্রেস দল ও তাদের সভাপতির টুইট পেজে নেতাজীর জন্ম তারিখ ২৩ জানুয়ারি ১৮৯৭-এর পাশাপাশি মৃত্যু তারিখ হিসাবে ১৮ আগস্ট ১৯৪৫ দিনটি উল্লেখ করেন। আর তা নিয়েই দিনভর তোলপাড় সোশ্যাল মিডিয়া। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছে বসু পরিবারের সদস্যরাও।
নেতাজির মৃত্যু নিয়ে এখনও রহস্য রয়েছে। তার মৃত্যু নিয়ে ভারতে বহু তদন্ত কমিশন গঠন হলেও সেই রহস্য উন্মোচন হয়নি। এমন এক পরিস্থিতে নিশ্চিত করে কিভাবে কংগ্রেসের মতো একটি ঐতিহ্যবাহী দল বা দলের সভাপতি মৃত্যু তারিখ নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিতে পারে-তা নিয়ে উঠছে প্রশ্ন।
এব্যপারে নেতাজির নাতি ও বিজেপি নেতা চন্দ্রকুমার বসু ইতিহাস বিকৃত করার জন্য কংগ্রেস সভাপতিকে নি:শর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিছেন। তার দাবি ‘রাহুল জেন তার টুইট প্রত্যহার করে নেন।’
যদিও পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের তরফে বলা হয়েছে গোটা টুইটটি ভুলবশত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন