ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে যোগ দেওয়ার পরই তাকে উদ্দেশ্য করে উড়ে এল কুরুচিকর মন্তব্য। যৌন-রসাত্মক এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিহার রাজ্যের বিজেপি নেতা তথা মন্ত্রী বিনোদ নারায়ণ ঝা।
গত বুধবার প্রিয়াঙ্কাকে পূর্ব উত্তর প্রদেশের কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার তার প্রতি অশালীন মন্তব্য ছুঁড়ে দিয়ে বিহারের ক্যাবিনেট মন্ত্রী বলেছেন ‘সুন্দরী মুখ দেখিয়েই কংগ্রেস ভোট পেতে চায়।’
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাতকারে বিনোদ নারায়ণ বলেন, ‘কংগ্রেস ভুল ধারনা নিয়ে চলছে। সুন্দরী মুখ দেখিয়ে এই দেশের মানুষের ভোট পাওয়া যাবে না। তারা যদি এমনটা ভাবে যে প্রিয়াঙ্কা গান্ধী খুব সুন্দর এবং ও যদি রাজনীতিতে আসে তবে সব আসন জিতে যাবে। তবে সেটা ভুল হবে।’
তিনি আরো বলেন, ‘প্রিয়াঙ্কা গান্ধী খুবই সুন্দর। এছাড়া তাঁর মধ্যে আর কোন গুণই নেই। তাঁর কত বয়স হবে? ৩৭-৩৮ কিংবা ৪৪। এই বয়সেও রাজনীতিতে এখনও পর্যন্ত তাঁর কোন সফলতা আসেনি। হ্যাঁ ভগবান তাকে সৌন্দর্য্য দিয়েছে। কিন্তু এটা (রূপ) দিয়ে তিনি কতটা কাজে লাগাতে পারবেন?’
বিনোদ নারায়ণ বলেন, 'কেউ কেউ প্রিয়াঙ্কাকে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে তুলনা করছেন। কিন্তু ওঁর এটা মনে রাখা উচিত যে ইন্দিরা গান্ধী ফিরোজ শা’এর স্ত্রী ছিলেন। আর ফিরোজ যতদিন লোকসভায় ছিলেন, ততদিন দেশের কল্যাণে বহু পদক্ষেপ নিয়েছিলেন, সংগ্রাম করেছিলেন। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী হলেন জমি কেলেঙ্কারিসহ একাধিক দুর্নীতির সাথে জড়িয়ে পড়া রবার্ট বঢরার স্ত্রী। তাই ইন্দিরা গান্ধীর সাথে প্রিয়াঙ্কার তুলনা করা উচিত নয়। ঘাবড়ে গিয়েই কংগ্রেস এই ধরনের পদক্ষেপ নিয়েছে।'
বিডি প্রতিদিন/হিমেল