পূর্ব আফ্রিকান দেশ জিবুতি উপকূলে উত্তাল সাগরে অতিরিক্ত যাত্রীবাহী দু’টি নৌকা ডুবে অন্তত পাঁচ অভিবাসন প্রত্যাশীর প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ১৩০ জনেরও বেশি। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে।
সংস্থাটি একটি বিবৃতিতে বলেছে, জিবুতির উত্তর-পূর্বের ম্যানগ্রোভ এলাকার গোদোরিয়া উপকূলে আফ্রিকান অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকা দু’টি ডুবে যায়।
আইওএম বলছে, ঠিক কোন জায়গায় নৌকা দু’টি ডুবেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এক তরুণকে শনাক্ত করতে পেরছেন উদ্ধারকারীরা। আর তিনি বলেছেন, প্রথম নৌকায় ১৩০ জন যাত্রীর মধ্যে তিনি ছিলেন। কিন্তু অপর নৌকার তথ্য দিতে পারেননি তিনি।
বিবৃতিটি বলছে, স্থানীয়দের থেকে বিষয়টি জানার পর মঙ্গলবার বিকেলে দুর্ঘটনা কবলিত এলাকায় নিরাপত্তা বাহিনী পাঠানো হয়। তারা সেখানে অভিযান চালিয়ে দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়া পাঁচটি মরদেহ উদ্ধার করে তারা। এর মধ্যে তিনজন নারী এবং দুইজন পুরুষ।
এ ব্যাপারে আইওএমের মুখপাত্র জোয়েল মিলম্যান বলেন, দু’টি নৌকা ইয়েমেনের দিকে যাচ্ছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, কোস্টগার্ড সদস্যরা সেখানে তৎপরতা চালাচ্ছেন। এছাড়া নিখোঁজদের বের করতে তাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ