পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, সবাই যেন শুধুই দোষারোপ না করে তাদের সাহায্যও করে।
বুধবার এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, কেউ যদি পাকিস্তানের মাটিতে অন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাতে পাকিস্তানের কোনও স্বার্থ নেই। পাকিস্তানকে শুধুই দোষারোপ না করে বিশ্বের উচিত সন্ত্রাস দমনে পাকিস্তানের পাশে দাঁড়ানো। যাতে পাকিস্তানের মাটি থেকে এসব সংগঠন সরিয়ে ফেলা যায়।
তিনি আরও বলেন, পাকিস্তানে জইশ-ই-মোহাম্মদ নেই। এই সংগঠনকে নিষিদ্ধ করেছে জাতিসংঘ। পাকিস্তানের মাটি থেকে ওই সংগঠন পুলওয়ামা হামলার দায় নেয়নি। পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদে ব্যবহার করা যাবে না। অন্যদিকে কয়েকদিন আগেই বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কুরেশি জইশের মাথা মাসুদ আজহার পাকিস্তানে আছে বলে স্বীকারোক্তি করেছেন। পুলওয়ামা হামলায় জইশের কেউ দায়ী নয়।
বিডি প্রতিদিন/০৭ মার্চ ২০১৯/আরাফাত