পাকিস্তানের জানিয়েছে, মাসুদ আজহারের দুই সংগঠন জামাত-উদ-দাওয়া ও ফলাহ-ই-ইনসানিয়তের বিরুদ্ধে টানা অভিযান চলেছে। বুধবার তারা দাবি করে, পাকিস্তানে জইশের কোন অস্তিত্বই নেই। তবে সব কিছু উড়িয়ে দিলেন জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজহার। প্রকাশ করলেন হুমকি অডিও।
জইশ ই মহম্মদের চ্যাট প্ল্যাটফর্মে অডিও বার্তা প্রকাশ করেছেন মাসুদ সম্প্রতি, বলছে সংবাদ সংস্থা। সেখানে পুলওয়ামা হামলা, ভারত, পাকিস্তান সবকিছু নিয়ে কথা বলেছেন মাসুদ। আজহার তাঁর বক্তৃতা শুরু করেন তাঁর মৃত্যু নিয়ে যে সমস্ত খবর প্রচার করছে মিডিয়া, তার সবটাই ভুয়া বলে।
মাসুদের দাবি, পাকিস্তানের রাজনৈতিক ব্যক্তিরা ভারতের রাজনীতি বুঝতেই পারছেন না। ভারত পাকিস্তানকে সব দিক থেকে কোণঠাসা করতে চাইছে, এমনটাও বলেছেন তিনি অডিও বার্তায়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহম্মদ কুরেশিকে এক হাত নিয়ে মাসুদ বলেন, চাপের মুখে পড়েই কুরেশি বলতে বাধ্য হয়েছেন পাকিস্তানের মাটিতে জইশের অস্তিত্ব নেই।
এরই মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, নয়াদিল্লিতে পাকিস্তানের হাই কমিশনারকে ফেরত পাঠানো হচ্ছে। তাঁর দাবি, শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতেই এই পদক্ষেপ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ