রাম জন্মভূমি ও বাবরি মসজিদ মামলার নিষ্পত্তিতে মধ্যস্থতার পথ অনুসরণের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। মধ্যস্থতাকারী হিসাবে তিন সদস্যের একটি প্যানেলও তৈরি করে দিয়েছেন দেশটির শীর্ষ আদালত।
শুক্রবার এই রায় দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ইব্রাহিম খলিফুল্লার নেতৃত্বাধীন ওই কমিটিকে আট সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আর মধ্যস্থতার অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দিতে বলা হয়েছে চার সপ্তাহের মধ্যে।
প্যানেলের অন্য দুই সদস্য হলেন ধর্মগুরু শ্রীশ্রী রবিশঙ্কর এবং আইনজীবী শ্রীরাম পঞ্চু।
বিডি প্রতিদিন/কালাম