যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে অপেক্ষা করছেন দক্ষিণ আমেরিকা থেকে আসা হাজার হাজার শরণার্থী। তাদের সঙ্গে থাকা প্রায় ৫ হাজার শিশুর জন্য বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন।
বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জেমি ডেভিস সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
পেন্টাগন সূত্রে আরও জানানো হয়েছে, এই কাজের জন্য মার্কিন সেনাবাহিনীর সাহায্য চেয়েছে প্রশাসন। এ বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এই কাজ করতে বলা হয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানাচ্ছেন, মেক্সিকো সীমান্ত দিয়ে যে শরণার্থী পরিবারগুলো ইতোমধ্যেই অবৈধভাবে আমেরিকায় ঢুকেছে, তাদের আমেরিকায় থাকার আবেদন শুনতে আরও দু’বছর লাগতে পারে। আটক বাবা-মায়েদের সঙ্গে থাকতে পারবে না শিশুরা। সে জন্যই তাদের আলাদা রাখার ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম