লন্ডন থেকে পালিয়ে সিরিয়ায় গিয়ে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া সেই শামীমা বেগমের কিছুদিন আগে জন্মানো শিশু সন্তানটিও মারা গেছে। শুক্রবার সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ- এর একজন মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
কিন্তু কিভাবে মারা গেল? কুর্দি রেড ক্রিসেন্টের একজন প্যারামেডিক বিবিসিকে বলেছেন, তিন সপ্তাহের কম বয়সী শিশুটির ফুসফুসে সংক্রমণ হয়েছিল এবং বৃহস্পতিবার সে মারা যায়।
এর আগে, শামীমা বেগমের পরিবারের আইনজীবী তাসনিম আকুঞ্জি এক টুইট বার্তায় শামীমার দু-সপ্তাহ বয়সী পুত্র সন্তানটির মৃত্যুর কথা জানান। একটি রিপোর্টের বরাত দিয়ে তিনি বলেন, তার কাছে জোরালো কিন্তু নিশ্চিত করা হয়নি এমন রিপোর্ট এসেছে যে শামীমা বেগমের প্রায় দু-সপ্তাহ বয়সী পুত্রসন্তানটির মৃত্যু হয়েছে। আকুঞ্জি তার টুইটে শামীমা বেগমের পুত্রসন্তানকে ব্রিটিশ নাগরিক বলে উল্লেখ করেন।
পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকার এক স্কুলের ছাত্রী শামীমা বেগম ২০১৫ সালে তার আরো দুই বান্ধবীসহ তুরস্ক হয়ে সিরিয়ায় পালিয়ে যান। সেখানে তিনি ডাচ বংশোদ্ভূত ইয়াগো রিদাইক নামের এক আইএস জঙ্গিকে বিয়ে করেন। এরপর তাদের ঘরে দুটি সন্তান আসে। কিন্তু দু'জনই মারা যায়। গত মাসের শেষের দিকে আরও একটি পুত্র সন্তানের জন্ম দেন শামীমা।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যখন আইএসের স্বঘোষিত খেলাফত বিলুপ্তপ্রায়, তখন সিরিয়ার বাঘুজে এক শরণার্থী শিবিরে শামীমা বেগমকে খুঁজে পান দ্য টাইমস পত্রিকার এক সাংবাদিক। এরপর শামীমা বেগম ব্রিটেনে ফিরার ইচ্ছার কথা জানান। কিন্তু ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে।
বিডি-প্রতিদিন/০৯ মার্চ, ২০১৯/মাহবুব