নতুন পাকিস্তান গড়তে হলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন পদক্ষেপ করতে হবে ইসলামাবাদকে। এমনই বার্তা দিল ভারত। ভারতের মন্ত্রনালায়ের দাবি, ইসলামাবাদ সন্ত্রাস দমনের ব্যাপারে আগ্রহ দেখায়নি। তাদের দেশকে যাতে সন্ত্রাসবাদীরা ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে দরকারি পদক্ষেপও করছে না।
শনিবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রবিশ কুমার সংবাদ সম্মলেন করে এই বার্তা দেন। এসময় তার অভিমত "নতুন পাকিস্তান গড়তে হলে নতুন চিন্তা প্রয়োজন"।
তিনি বলেন "নতুন পাকিস্তান গড়তে হলে নতুন চিন্তা প্রয়োজন এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নতুন ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু সন্ত্রাসবাদ রুখতে ব্যবস্থা নেওয়ার বদলে সেটা ধামাচাপা দিতেই ইসলামাবাদের আগ্রহ বেশি। তাদের দেশকে যাতে সন্ত্রাসবাদীরা ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে দরকারি পদক্ষেপও করছে না।"
পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-ই-মোহম্মদের প্রধান মাসুদ আজহার প্রসঙ্গে এদিন রভিশ কুমার বলেছেন, “আমরা বারবার একই কথা শুনে আসছি। ২০০১ সালে সংসদে হামলার সময়, ২০০৮ সালে মুম্বাই হামলার সময় ও ২০১৬ সালে পাঠানকোট হামলার সময়ও একই কথা শুনেছি। পাকিস্তান দাবি করছে, ওরা জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে। কিন্তু শুধু কাগজে কলমেই করেছে। জঙ্গি দলগুলো আজও কোনোরকম বাধা ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছে পাকিস্তানের মাটিতে বসে।”
পুলওয়ামায় জঙ্গি হামলায় জৈশ যোগের কথা যেভাবে অস্বীকার করছে পাকিস্তান। সে নিয়েও এদিন সরব হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। রভিশ বলেন, “জঙ্গি গঠনের তরফে কাশ্মীরের পুলওয়ামার হামলার দায় স্বীকার করেছে। অথচ এটা দুর্ভাগ্যজনক যে, পুলওয়ামা হামলায় জৈশ যোগের কথা অস্বীকার করছে পাকিস্তান। তার প্রশ্ন পাকিস্তানকে জইশ-ই-মোহম্মদকে আড়াল করছে?”
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ সেনার মৃত্যুর পরেই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনী হামলা চালায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর