আবারও নতুন করে পরমাণু কার্যক্রম চালালে উত্তর কোরিয়াকে কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়া দীর্ঘ বিরতির পর আবারও পরমাণু কার্যক্রম জোরদার করার যে অভিযোগ উঠেছে এর প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট এ হুঁশিয়ারি দেন।
রাজধানী পিয়ংইয়ংয়ের অদূরে শুর হওয়া স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র পুনর্নির্মাণের কয়েকটি ছবি বিশ্লেষণ করে শুক্রবার (৮ মার্চ) মার্কিন গণমাধ্যম এ.পি.আর এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া, কিম জং উন এবং আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান। আশা করি এ সম্পর্ক অটল থাকবে। শেষ কথা হচ্ছে সমঝোতা লঙ্ঘন করে তিনি যদি ভুল কোন পদক্ষেপ নেন তাহলে আমরা তার জবাব খুব খারাপভাবে দেবো।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান জানায়, সোহায়ে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রের পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করেছে উত্তর কোরিয়া।
এদিকে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সানুমডোং পরমাণু কেন্দ্রে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য তৎপরতা জোরদার করেছে দেশটি। স্যাটেলাইটে পাওয়া ছবিতে দেখা যায় রাজধানী পিয়ংইয়ংয়ের অদূরে অবস্থিত পরমাণু কেন্দ্রের বাইরে ভারী যানবাহনের আনাগোনা। যা থেকে সংশ্লিষ্টদের মনে হয়েছে, হয় ক্ষেপণাস্ত্র না হয় স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।
বিশেষজ্ঞরা বলছেন, ভিয়েতনাম কার্যক্রম ব্যর্থ হওয়ার কারণে পরমাণু কার্যক্রম শুরু করেছেন কিম জং উন। তাদের ধারণা পরমাণু পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভালো চুক্তির আশা করছেন কিম জং উন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন