সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বল্পবসনার ছবি পোস্ট দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। চেয়েছিলেন, কীভাবে ফেনিল সাগরে শরীরী ভঙ্গিমায় উষ্ণতা ছড়িয়েছিলেন তারা তা ইনস্টাগ্রামের ফলোয়ারদের জানিয়ে দেবেন।
এমন মনোভাব নিয়েই অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ঢেউয়ের সামনে ক্যামেরায় পোজ দিয়েছিলেন এক তরুণী।
আর ইনস্টাগ্রামে আপলোড করার জন্য তাঁর নিখুঁত ছবি তোলায় চেষ্টা করছিলেন অন্যজন। ফল? যা হওয়ার তাই হল। ভয়ঙ্কর এক ঢেউ এসে তাদের সঙ্গে করে নিয়ে চলে গেল সমুদ্রের গভীরে।
ডেভিলস টিয়ার। বালির লেম্বোনগান দ্বীপের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সেখানেই হাতে ক্যামেরা নিয়ে বিকিনিতে হাজির হয়েছিলেন ওই দুই তরুণী। এমন মনোরম এলাকায় ঘুরতে আসায় স্বাভাবিকভাবেই বেশ ফুরফুরে মেজাজে ছিলেন তারা। কিন্তু পরিণতি যে এমন ভয়ংকর হবে, তা স্বপ্নেও ভাবেননি দুই বান্ধবী। একড়ো-খেবড়ো পাথরের উপর গিয়ে দাঁড়ান দু’জন। প্রতি মুহূর্তেই সেখানে আছড়ে পড়ছিল ঢেউ। কিন্তু তাতে কী? ইনস্টাগ্রামের জন্য তো ভাল ছবি চাই। যাকে বলে পিকচার পারফেক্ট। বিকিনি পরিহিতা এক যুবতী সেই পিছল পাথরের উপর দাঁড়িয়েই ক্যামেরার দিকে পোজ দেন। আর অন্যজন তার ছবি তুলতে থাকেন। বান্ধবীর সঙ্গে তার পিছনের ঢেউটিও ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন। যে ঢেউ আছড়ে পড়ে তাদের গায়ে। সে যাত্রায় কোনওক্রমে বেঁচে যান তারা। কিন্তু তার পর মুহূর্তে আরও বড় ঢেউ টেনে নিয়ে চলে যায় দুজনকেই। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে যায় যে ডেভিলস টিয়ারে উপস্থিত অন্যান্য পর্যটকরা কিছুই করতে পারেননি। তবে তাদেরই একজনের মোবাইল ক্যামেরায় গোটা দৃশ্যটি ধরা পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাল ছবি পোস্ট করার পাগলামি দিনদিন বেড়েই চলেছে। পারফেক্ট ছবি পেতে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হচ্ছেন না অনেকেই। এই যেমন সম্প্রতি পর্তুগালের এক দম্পতি শ্রীলঙ্কা ঘুরতে গিয়ে ট্রেনে ভ্রমণ করার সময় একটি ছবি তুলতে ট্রেনের বাইরে ঝুলে পড়েছেন। ট্রেন তখন এগিয়ে চলেছে একটি ব্রিজের উপর দিয়ে। যার নীচে গভীর খাদ। আর এক পাশে পাহাড়। ছবি হিসেবে তা অনবদ্য হলেও এমন ঝুঁকিপূর্ণ ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমালোচনা করেছিলেন। এবার বালিতে ঢেউয়ের সামনে পোজ দিয়ে হারিয়ে গেলেন দুই বান্ধবী।
বিডি প্রতিদিন/কালাম