জঙ্গি সংগঠন আইএসে যোগ দেয়া শামিমা বেগমের জন্য ব্রিটিশ জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তার বাবা আহমেদ আলী। ১৫ বছর বয়সে লন্ডন ছেড়ে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেয়ায় শামিমা মারাত্মক ভুল করেছে বলে শনিবার আহমেদ আলী মন্তব্য করেছেন। খবর বিবিসি'র
শামিমার তৃতীয় সন্তানটিও মারা যাওয়ার আগেই আলী সুনামগঞ্জ থেকে বিবিসিকে সাক্ষাৎকার দেন। তিনি বলেন, যুক্তরাজ্যের উচিত শামিমাকে দেশে ঢুকতে দেয়া। যদিও তাকে সেখানে বিচারের মুখোমুখি হতে হবে। তবে প্রথমত তিনি শামিমাকে যুক্তরাজ্যে ফিরতে না দিতে ব্রিটেনের উদ্যোগকে সমর্থন করেছিলেন।
৬০ বছর বয়সী আলী বলেন, ‘শামিমা তার ভুল বুঝতে পেরেছে কিনা জানি না। কিন্তু তার ভুলের জন্য আমি ব্রিটিশ জনগণের কাছে ক্ষমাপ্রার্থী। তারা যেনো শামিমাকে ক্ষমা করে দেয়। কারণ, শামিমা যখন সিরিয়ায় পাড়ি দেয় তখন সে শিশু ছিলো, ভালমন্দ যাচাই করার যথেষ্ট জ্ঞান তার ছিলো না।’
তিনি আরো বলেন, কেউ হয়তো তার ‘ব্রেইন ওয়াশ’ করেছে। কিন্তু সিরিয়ায় যাওয়া সিদ্ধান্ত নেয়ায় সে ভুল করেছে তাই তাকে ক্ষমা করে আবারো যুক্তরাজ্যে ফিরিয়ে নেয়ার জন্য ব্রিটিশ সরকার ও জনগণের প্রতি অনুরোধ করছি।’
সম্প্রতি ৯ মাসের গর্ভবতী শামিমাকে সিরিয়ার শরণার্থী শিবিরে আবিস্কার করে একটি ব্রিটিশ গণমাধ্যম। পরে তার একটি পুত্র সন্তান হয়। কিন্তু গত বৃহস্পতিবার শামিমার ছেলে জারাহ নিউমোনিয়ায় মারা গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শামিমার সন্তান মারা যাওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। শামিমাকে দেশে ফিরতে না দেয়ার জন্য তাকে এখন নৈতিকভাবে দূর্বল আখ্যা দেয়া হচ্ছে। প্রসঙ্গত, শামিমা দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করে তার সন্তানকে ব্রিটেনে বেড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৯/আরাফাত