নাইজারের দক্ষিণপূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সঙ্গে সেনাদের সংঘর্ষে ৪৫ জন নিহত হয়েছে। এসময় সংঘর্ষে ৭ সেনা ও ৩৮ জঙ্গির প্রাণহানি ঘটে।
শনিবার দেশটির গুয়েসকেরোউ উপকণ্ঠে বোকো হারাম সদস্যরা হামলা চালালে এ ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দেশটির গুয়েসকেরোউ উপকণ্ঠে বোকো হারাম সদস্যরা হামলা চালালে সশস্ত্র বাহিনী পাল্টা জবাব দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এক জঙ্গিকে আটক করা হয়েছে।
এছাড়া জঙ্গিদের পাঁচটি গাড়ি এবং চারটি একে ৪৭টি রাইফেল, আটটি মেশিনগান, দুটি আরপিজি রকেট লঞ্চারসহ বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন