ভারতকে লক্ষ্যমাত্রা করায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ফের কঠোর বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিমত, দেশ সব সময়ের জন্য এর ভুক্তভোগী হতে পারে না।
রবিবার গাজিয়াবাদের ইন্দিরাপুরমে একটি অনুষ্ঠান থেকে কাশ্মীরের উরি ও পুলওয়ামায় জঙ্গি হামলা প্রসঙ্গটি উত্থাপন করে মোদি বলেন, ‘এনাফ ইজ এনাফ। ভারত চিরকাল পর্যন্ত এর ফল ভোগ করবে না।’
কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ‘সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স’ (সিআইএসএফ)-এর ৫০ তম প্রতিষ্ঠা দিবসে প্রধান অতিথির ভাষণে মোদি বলেন, ‘দেশ যখন এক শত্রুতাপরায়ণ প্রতিবেশী রাষ্ট্রের মুখোমুখি হয়-প্রতিবেশী দেশ যখন শত্রুতাপূর্ণ আচরণ করে-সেদেশের মাটিতেই যখন ষড়যন্ত্রের জাল বপন করা হয়-যখন ভয়ানক জঙ্গি হামলার ছবি সামনে আসে-সে সময় দেশকে রক্ষা করাটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। আর এই ধরনের কঠিন পরিস্থিতিতে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং দেশের সব প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার ক্ষেত্রে সিআইএসএফ-সহ নিরাপত্তা বাহিনীর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
কেন্দ্রীয় বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীন ভারতের স্বপ্ন পূরণের ক্ষেত্রে সিআইএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ তিনি আরও জানান ‘দেশে ভিআইপি সংস্কৃতি কখনও কখনও দেশের নিরাপত্তা প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যার সৃষ্টি করে।’ তার অভিমত, ‘কখনও কখনও সরকারকে নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিতে হয় এবং সেই কারণেই কিছু কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।’
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৯/মাহবুব