২২ মে, ২০১৯ ১০:৩১

নজরদারি বাড়াতে ফের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের

অনলাইন ডেস্ক

নজরদারি বাড়াতে ফের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের

মহাকাশে নজরদারি চালাতে আরও একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। বুধবার (২২ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রিস্যাট-টু বি স্যাটেলাইটটি উৎক্ষেপিত হয়। খবর ইন্ডিয়া ট্যুডে'র।

ভারতীয় কর্তৃপক্ষের দাবি, এ অত্যাধুনিক স্যাটেলাইটটি মেঘাচ্ছন্ন অবস্থাসহ যে কোনও আবহাওয়ায় কাজ করবে। 

স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে মঙ্গলবার থেকেই কাউন্ট-ডাউন শুরু হয়ে যায়। বুধবার ভোর সাড়ে ৫টায় পিএসএলভি সি-৪৬ রকেটে মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় রিস্যাট-২বি স্যাটেলাইট। পিএসএলভি সি-৪৬ পৃথিবীর বলয় ছাড়তে সময় নেয় ১৫ মিনিট।

ইসরো চেয়ারম্যান কে সিভান এই মিশনকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, 'এই স্যাটেলাইটটি মহাকাশ থেকে পৃথিবীতে নজরদারির ক্ষেত্রে অত্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন। প্রযুক্তিগত দিক থেকেও অনেকটা এগিয়ে।' 

রিস্যাট-২ স্যাটেলাইট মূলত ভারত-পাকিস্তান সীমান্তে সেনা ক্যাম্প ও নিয়ন্ত্রণরেখায় নজরদারি চালাবে। সীমান্তে অনুপ্রবেশ দেখলেই সতর্ক করবে এই স্যাটেলাইট।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর