Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৬ জুন, ২০১৯ ১৩:৪৩

টানা ৭ ঘণ্টা স্কুল বাসে আটকে থেকে শিশুর মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক

টানা ৭ ঘণ্টা স্কুল বাসে আটকে থেকে শিশুর মর্মান্তিক মৃত্যু

স্কুল বাসে ঘুমিয়ে পড়েছিল শিশুটি। অন্যান্য সবাই নেমে গেলেও সেখানে যে একটি বাচ্চা ঘুমিয়েই রয়েছে তা লক্ষ্যই করলেন না চালক! কোনও খোঁজ নিল না স্কুল কর্তৃপক্ষও।

শনিবার দুবাইয়ে কয়েক ঘণ্টা স্কুল বাসের মধ্যে আটকে থেকে মৃত্যু হল ৬ বছরের এক শিশুর। মুহাম্মদ ফারহান নামে ওই শিশুর বাবা-মা ভারতের কেরালার বাসিন্দা। তাদের ব্যবসা রয়েছে দুবাইয়ে।

শনিবার ফারহানকে কারামা থেকে আল কোজ-এ নিয়ে আসে ইসলামিক সেন্টার স্কুলের বাস।

স্থানীয় পত্রিকার খবর অনুযায়ী, বাসে চড়ার পরই ঘুমিয়ে পড়ে শিশুটি। সকাল ৮টার দিকে স্কুলে পৌঁছে যায় বাস। সব বাচ্চারা নেমে গেলেও বাসেই রয়ে যায় ফারহান।

দুবাই পুলিশ ওই দৈনিককে জানিয়েছে, পুলিশ ঘটনাটি জানতে পারে বিকাল ৩টার দিকে। স্কুল ছুটির পর ছাত্রদের বাড়িতে দিয়ে আসতে গিয়ে বাসের চালক শিশুটিকে অচৈতন্য অবস্থায় দেখতে পান। প্রচণ্ড গরমে টানা কয়েক ঘণ্টা আটকে থেকে নাকি অন্য কোনও কারণে শিশুটির মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। মৃতদেহ ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ বছরই ওই স্কুলে ভর্তি করা হয় ফারহানকে।

সূত্র: জিনিউজ

বিডি প্রতিদিন/কালাম


আপনার মন্তব্য