২০ জুলাই, ২০১৯ ১৪:২২

ফের নিজ দেশে মার্কিন সেনা মোতায়েনের অনুমোদন সৌদি বাদশাহ’র

অনলাইন ডেস্ক

ফের নিজ দেশে মার্কিন সেনা মোতায়েনের অনুমোদন সৌদি বাদশাহ’র

আবারও সৌদি আরবে সেনা মোতায়েন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সৌদিতে সেনা ও সরঞ্জাম মোতায়েনের বিষয়টি অনুমোদন দিয়েছেন।

সৌদি বাদশাহ সালমানও মার্কিন সেনাদের আমন্ত্রণের সিদ্ধান্তে সায় দিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ওয়াশিংটনের সঙ্গে যৌথ উদ্যোগে মার্কিন সেনাদের আমন্ত্রণ জানাতে সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

মার্কিন সেনাদের গ্রহণে ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

ইরাক যুদ্ধের শেষ হওয়ার পর ২০০৩ সাল থেকে মার্কিন বাহিনীকে আমন্ত্রণ জানায়নি সৌদি আরব।

তখন সৌদি আরবে মার্কিন সেনাদের উপস্থিতি ছিল এক যুগের বেশি। কুয়েতে ইরাকের অভিযানের পর ১৯৯১ সালে অপারেশন ডেজার্ট স্ট্রোম শুরু হলে সৌদিতে মার্কিন সেনা মোতায়েন করা হয়।

এর গত জুনে পেন্টাগন জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে তারা আরও এক হাজার সেনা মোতায়েন করবে। কিন্তু কোথায় তাদের মোতায়েন করা হচ্ছে, তা বলা হয়নি।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর