দুবাইয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের মেয়ের নামে থাকা ৪৫ কোটি টাকার একটি ফ্ল্যাট নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে গভর্নর জানিয়েছেন, এর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি ফেসবুকে ছাত্রলীগের সাবেক নেতা এস এম জাকির হোসেনের একটি পোস্ট শেয়ার করেন, যেখানে দাবি করা হয় ২০২৪ সালের ২৪ ডিসেম্বর গভর্নর আহসান এইচ মনসুর তাঁর মেয়ে মেহরিন সারা মনসুরের নামে দুবাইয়ে ১৩.৫ মিলিয়ন দিরহামের (প্রায় ৪৫ কোটি টাকা) একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছেন। এতে গভর্নরের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও তোলা হয়, যদিও কোনো প্রমাণ পেশ করা হয়নি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে গভর্নর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে বলেন, ‘এটি আমার মেয়ের সম্পত্তি। সে একজন প্রাপ্তবয়স্ক, বিবাহিত, আমেরিকার নাগরিক এবং ব্যবসার কারণে দুবাইয়ে তাঁর স্বামী ও সন্তানদের সঙ্গে থাকে। এই ফ্ল্যাটটি সে নিজেই ২০২৩ সালে কিনেছে, আমি তখন গভর্নরই ছিলাম না।’ তিনি আরও বলেন, ফ্ল্যাটটি কিনতে ব্যবহৃত অর্থের ৮০ শতাংশ মর্টগেজ, বাকি অংশ তাঁর মেয়ে নিজেই দিয়েছে। তাঁর ভাষায়, ‘তিন বছরে আমি মেয়েকে শুধু একটি কাপড় দিয়েছি, আর কিছু দিইনি।’ গভর্নর বলেন, দলিলপত্রে তাঁর নাম শুধু মেহরিনের বাবা হিসেবে উল্লেখ রয়েছে, অর্থ মালিকানা বা লেনদেনে তার সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আসেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক এই অর্থনীতিবিদ দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতে সংস্কার শুরু করেন। বিশেষ করে ইসলামি ধারার ব্যাংকগুলোতে ‘অবৈধভাবে’ তারল্য সহায়তা বন্ধ করেন এবং সংশ্লিষ্ট কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিয়েছেন। এ সংস্কার কার্যক্রমের মধ্যেই ফেসবুকে প্রকাশিত পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়। গভর্নর আহসান এইচ মনসুর জানিয়ে দিয়েছেন, তাঁর মেয়ে সম্পূর্ণভাবে স্বাবলম্বী এবং তাঁর অর্থনৈতিক সিদ্ধান্তে তিনি কোনোভাবেই জড়িত নন। তিনি বলেন, ওই ফ্ল্যাটে আগে থেকেই থাকত তাঁর মেয়ের পরিবার। মালিক ছিলেন একজন ভারতীয়। তিনি ফ্ল্যাটটি বিক্রির উদ্যোগ নিলে মেহরিন সেটি কিনে নেয়। কেনাকাটার সব কার্যক্রম ২০২৩ সালেই সম্পন্ন হয়। আর ২০২৪ সালে সেটি হস্তান্তরের আনুষ্ঠানিকতা সারা হয়।
শিরোনাম
- চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত
- অতি বৃষ্টিতে ধানের খড় নষ্ট, বিপাকে খামারিরা
- ১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার
- ছেলেসহ সালমান এফ রহমানকে ১৫০ কোটি টাকা জরিমানা
- ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬
- মোংলায় ৩০ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
- সুস্পষ্ট ঐকমত্যের তালিকা রাজনৈতিক দলগুলোকে আজ দেয়া হবে : আলী রীয়াজ
- হবিগঞ্জে টমটম চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন
- যেসব নীতিমালা-আইন কাজে আসছে না সেগুলো পরিবর্তনের পরামর্শ প্রধান উপদেষ্টার
- ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে চাষীদের মানববন্ধন
- সংস্কারের অধিকার কেবল নির্বাচিত সরকারের : মঈন খান
- অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ চিন্তা করার সময় এসেছে : দেবপ্রিয় ভট্টাচার্য
- আমিরাতের ক্ষোভে রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছে ইসরায়েল
- তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে : ধর্ম উপদেষ্টা
- কাঠালিয়ায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ছাতা বিতরণ
- আরও একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র, আশঙ্কাজনক ৩
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের দাবিতে মহাসড়কে সাংস্কৃতিক প্রতিবাদ
- ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- আরও তিন দেশে সুনামি সতর্কতা জারি
- নেত্রকোনায় জমিতে কীটনাশকের ব্যবহার নিয়ে সংবাদ সম্মেলন
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
আপডেট:
০০:১৮, বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
দুবাইয়ে মেয়ের ফ্ল্যাট নিয়ে বিতর্ক
অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করলেন গভর্নর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর