দুবাইয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের মেয়ের নামে থাকা ৪৫ কোটি টাকার একটি ফ্ল্যাট নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে গভর্নর জানিয়েছেন, এর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি ফেসবুকে ছাত্রলীগের সাবেক নেতা এস এম জাকির হোসেনের একটি পোস্ট শেয়ার করেন, যেখানে দাবি করা হয় ২০২৪ সালের ২৪ ডিসেম্বর গভর্নর আহসান এইচ মনসুর তাঁর মেয়ে মেহরিন সারা মনসুরের নামে দুবাইয়ে ১৩.৫ মিলিয়ন দিরহামের (প্রায় ৪৫ কোটি টাকা) একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছেন। এতে গভর্নরের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও তোলা হয়, যদিও কোনো প্রমাণ পেশ করা হয়নি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে গভর্নর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে বলেন, ‘এটি আমার মেয়ের সম্পত্তি। সে একজন প্রাপ্তবয়স্ক, বিবাহিত, আমেরিকার নাগরিক এবং ব্যবসার কারণে দুবাইয়ে তাঁর স্বামী ও সন্তানদের সঙ্গে থাকে। এই ফ্ল্যাটটি সে নিজেই ২০২৩ সালে কিনেছে, আমি তখন গভর্নরই ছিলাম না।’ তিনি আরও বলেন, ফ্ল্যাটটি কিনতে ব্যবহৃত অর্থের ৮০ শতাংশ মর্টগেজ, বাকি অংশ তাঁর মেয়ে নিজেই দিয়েছে। তাঁর ভাষায়, ‘তিন বছরে আমি মেয়েকে শুধু একটি কাপড় দিয়েছি, আর কিছু দিইনি।’ গভর্নর বলেন, দলিলপত্রে তাঁর নাম শুধু মেহরিনের বাবা হিসেবে উল্লেখ রয়েছে, অর্থ মালিকানা বা লেনদেনে তার সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আসেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক এই অর্থনীতিবিদ দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতে সংস্কার শুরু করেন। বিশেষ করে ইসলামি ধারার ব্যাংকগুলোতে ‘অবৈধভাবে’ তারল্য সহায়তা বন্ধ করেন এবং সংশ্লিষ্ট কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিয়েছেন। এ সংস্কার কার্যক্রমের মধ্যেই ফেসবুকে প্রকাশিত পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়। গভর্নর আহসান এইচ মনসুর জানিয়ে দিয়েছেন, তাঁর মেয়ে সম্পূর্ণভাবে স্বাবলম্বী এবং তাঁর অর্থনৈতিক সিদ্ধান্তে তিনি কোনোভাবেই জড়িত নন। তিনি বলেন, ওই ফ্ল্যাটে আগে থেকেই থাকত তাঁর মেয়ের পরিবার। মালিক ছিলেন একজন ভারতীয়। তিনি ফ্ল্যাটটি বিক্রির উদ্যোগ নিলে মেহরিন সেটি কিনে নেয়। কেনাকাটার সব কার্যক্রম ২০২৩ সালেই সম্পন্ন হয়। আর ২০২৪ সালে সেটি হস্তান্তরের আনুষ্ঠানিকতা সারা হয়।
শিরোনাম
- উইম্বলডনে আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন সিনার
- লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল টাইগাররা
- কর্নেল ইভাল হত্যা: রুশ গুপ্তচরদের হত্যা করল ইউক্রেন
- শেষ মুহূর্তের গোলে নেপালকে হারাল বাংলাদেশ
- ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন মাদ্রাসা শিক্ষার্থীর
- সংস্কার কমিশন মানুষের মনের ভাষা বুঝবে না : আমীর খসরু
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গ্রেফতার
- সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- লিটন-শামীমের ব্যাটে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
- ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, জরিমানা ৫০ হাজার
- শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রতিযোগিতা
- সারাদেশে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৫৬৮
- ত্রিদেশীয় সিরিজ: ফিন অ্যালেনের চোটে কপাল খুলল কনওয়ের
- শিরোনামহীনের নতুন গান ‘কতদূর’
- নেপালের বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
- যশোরে ১১ স্বর্ণের বারসহ আটক ৩
- ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি-চেলসি
- কর্মস্থলে অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- এক ওভারে ৬ ছক্কা! রেকর্ড তালিকায় বুলগেরিয়ার মানান বশির
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
আপডেট:
০০:১৮, বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
দুবাইয়ে মেয়ের ফ্ল্যাট নিয়ে বিতর্ক
অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করলেন গভর্নর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর