আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম পাঁচ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন মহেশ। এস্তোনিয়ার বিপক্ষে ফিনল্যান্ডের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। মাত্র ৮ বলে ৫ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়েন মহেশ। এর আগে রেকর্ডটি দখলে ছিল বাহরাইনের জুনাইদ আজিজের। তিনি ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে ৫ উইকেট শিকারের রেকর্ড গড়েন। আফগানিস্তানের রশিদ খান আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট শিকার করেন ২০১৭ সালে। রশিদ খানের রেকর্ডটাই ভেঙেছিলেন জুনাইদ।
এবার নতুন রেকর্ড গড়লেন মহেশ।