স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচিত কর্মকর্তা যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে
জানা গেছে, দুদকের অনুসন্ধানে বদলি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ধনঞ্জয় কুমার দাসের নাম উঠে আসে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণকারী একটি সিন্ডিকেটের অন্যতম হোতা হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত