জুলাই সনদের খসড়াকে অসম্পূর্ণ ও কিছু অংশ বিপজ্জনক বলে মনে করে জামায়াতে ইসলামী। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপের বিরতিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ অসম্পূর্ণ এবং নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব বিপজ্জনক। কমিশন বলছে, খসড়া একটি নমুনা মাত্র। তবে যদি সেটাই গ্রহণ করা হয়, তাহলে প্রস্তাবিত সনদ গ্রহণ করা যাবে না। সৈয়দ তাহের বলেন, জামায়াত সনদের খসড়া করে কমিশনকে দেবে। সংলাপে যেসব বিষয়ে একমত হচ্ছি, সেগুলো বাস্তবায়নের আইনি ভিত্তি থাকতে হবে। সনদ বাস্তবায়নের দুটি পথ থাকতে হবে। প্রথমত, অধ্যাদেশের মাধ্যমে একটি আইনি কাঠামো গঠন করে পরে নির্বাচিত সংসদে অনুমোদন। দ্বিতীয়ত, গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত অনুমোদন নেওয়া। তিনি আরও বলেন, যেকোনো একটি পদ্ধতিতে সনদের বৈধতা দিতে চাই। অন্যথায় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ‘অনিশ্চয়তার দিকে’ চলে যেতে পারে।