নারায়ণগঞ্জের ফতুল্লা লালপুর পৌষা পুকুরপাড় এলাকায় জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের পর সড়ক অবরোধ করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে লালপুর পৌষা পুকুরপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা বলেন, জলাবদ্ধতার কারণে মুসল্লিরা নামাজ পড়তে পারছে না। কর্মজীবীরা কাজে যেতে পারছে না। স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। নোংরা পানির কারণে ঘরে ঘরে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েছে। আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছি। তারা এসে দেখেও গেছে। কিন্ত আজও সমস্যার সমাধান হয়নি।
ব্যবসায়ী হাবিব জানান, আমাদের সমস্যা দীর্ঘদিনের। হাসিনা সরকারের আমলে আমাদের কোনো কাজ হয় নাই। আমরা সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছি। কিন্ত কোনো কাজ হয়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কোনো ট্যাক্স দেব না।
এসময় আরও বক্তব্য রাখেন লালপুর-পৌষাপুকুরপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী, আজাদুর রহমান আজাদ, আলামিন বাগ পঞ্চায়েতের সাধারণ সম্পাদক রফিক, লালপুর আলামিন বাগ পঞ্চায়েতের সভাপতি মো. জনি, শামীম।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ৯২ কিলোমিটার খালের মধ্যে ১৭ কিলোমিটার খাল ভরাট হয়ে গেছে। এই ১৭ কিলোমিটার খাল দিয়ে পানি প্রবাহিত হয় না। এ রিপোর্ট আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। তারা এক প্রকল্পের অনুমোদন দেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে যে কার্যক্রম নেওয়া হয়েছে, তাতে ৫৬টি স্পটে পরিষ্কার ও দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে। এসব খাল পরিষ্কার করার পাশাপাশি ফতুল্লার খালগুলো পরিষ্কার করা হবে। আশা করছি, একমাস পর থেকেই নারায়ণগঞ্জবাসী এর সুফল পাবে।
বিডি প্রতিদিন/এমআই