সবার প্রিয় নায়িকা ববিতাকে নিয়ে লিখতে গিয়ে শাইখ সিরাজের একটি গল্প মনে পড়ে গেল। একদিন আড্ডায় শাইখ সিরাজ বলেছিলেন- তোমরা এখনো টেলিভিশনের নায়ক-নায়িকাদের নিয়ে হইচই কর, তাদের নিয়েই মেতে থাক; কিন্তু তোমরা কি ফিল্মের বিশালতা সম্পর্কে জান? ফিল্মের অভিনেতা-অভিনেত্রী কতটা জনপ্রিয়, সাধারণ মানুষ তাঁদের কী পরিমাণ ভালোবাসে তা কল্পনাও করতে পারবেন না। আমি বললাম, টেলিভিশন তো মানুষের ঘরে ঘরে। অন্যদিকে সিনেমা হলও তো কমে গেছে। শাইখ সিরাজ বললেন, সিনেমা হল কমলেও ফিল্মের শিল্পীরা সব দেশেই কম-বেশি সম্মানিত হন। বললাম, আমাদের দেশে ফিল্মের শিল্পীদের তেমন সম্মান নেই। শাইখ সিরাজ বললেন, না এ কথাটা সত্য নয়। একবার শুটিংয়ের কাজে যশোরের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিলাম। একজন কৃষক আমাকে দুপুরের খাবারের জন্য গ্রামের ভিতরে নিয়ে গিয়েছিলেন। প্রায় ৩০ বছর আগে যশোরের যে বাড়িতে গিয়েছিলাম তা ছিল বেড়ার ঘর। সেই বেড়াগুলো ঢেকে রাখা হয়েছিল চিত্রালীর রঙিন পাতা দিয়ে। চিত্রালীর পাতা মানে? সেই সময়ে সিনেমার খবরাখবর আর ছবি নিয়ে যে পত্রিকা বের হতো সেটি চিত্রালী। এস এম পারভেজ সম্পাদনা করতেন। সেই পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বিখ্যাত আহমদ জামান চৌধুরী (আজাচৌ), আবদুর রহমান, নরেশ ভূঁইয়া, হীরেণ দেসহ একঝাঁক তরুণ সাংবাদিক। চিত্রালী তখন জনপ্রিয় পত্রিকা ছিল। সিরাজের গল্প বলার উদ্দেশ্য ছিল ভিন্ন। যশোরের সেই বাড়ির ঘরের বেড়াগুলো চিত্রালীর যে পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছিল সেখানে প্রচ্ছদের একটা ঢাউস সাইজের ছবি শোভা পাচ্ছে। প্রতি শুক্রবার চিত্রালী প্রকাশিত হতো আর চিত্রালীর কভার পেজে পূর্ণ পাতাজুড়ে কোনো না কোনো অভিনেতা বা অভিনেত্রীর ছবি ছাপা হতো। এটা ছিল চিত্রালীর ঐতিহ্য। এই সংখ্যায় প্রচ্ছদে ছবি ছিল ববিতার। পুরো ঘরটার বেড়ার ফাঁকফোকর বন্ধ করার জন্য কমপক্ষে ৩০টা চিত্রালী লেগেছে। সেই কৃষক চিত্রালীর এতগুলো সংখ্যা কিনেছে এবং ববিতার ছবি দিয়ে বেড়ার ফাঁকফোকর বন্ধ করেছে। কৃষককে জিজ্ঞেস করলাম, তুমি যে এতগুলো চিত্রালী কিনেছ। এই নিউজপ্রিন্টের পৃষ্ঠাগুলো তো বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাবে। কৃষক জবাব দিল, হ্যাঁ জানি। সেজন্য আরও অনেক চিত্রালী কিনে রেখেছি। সে সময়ে প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষক নায়িকা ববিতার ছবির জন্য ৫০-৬০ কপি পত্রিকা কিনেছে। জিজ্ঞেস করলাম, ববিতা কেন এত প্রিয়? কৃষক বলল, ববিতার ছবি হলে মুক্তি পেলে সেই ছবিই দেখি। ববিতার অভিনয় দারুণ লাগে। ববিতার অভিনয়ের ভক্ত আমি। শুধু আমি নই, এই গ্রামের অনেক কৃষক পরিবারই তাঁকে ভালোবাসে। ইচ্ছা ছিল ববিতার ছবি অনেক বড় করে বাঁধিয়ে রাখব। কিন্তু টাকা নেই বলে পারিনি। তবে কোনো এক দিন ববিতার বড় একটি ছবি বাঁধাই করে ঘরে টাঙিয়ে রাখব। ববিতা বাংলাদেশের একজন বড় অভিনেত্রী। তাঁকে বলি আন্তর্জাতিক শিল্পী। শাইখ সিরাজের ‘ছাদ বাগান’ অনুষ্ঠানে দেখেছি ববিতা পাখি ভালোবাসেন, ফুল ভালোবাসেন। গাছগাছালি ভালোবাসেন। গাছের পরিচর্যা করেন। তাঁর ঘরের জানালার কাছে গাছ আছে। সেই গাছে ফুল ফুটলে তিনি জানালা দিয়ে দেখতে পারেন। তিনি আনন্দিত হন এই ভেবে, নিজ হাতে লাগানো গাছে ফুল ফুটেছে। পাখি পালছেন। সময় পেলে বেড়াতে চলে যাচ্ছেন কানাডায় ছেলের কাছে। শাইখ সিরাজের এই গল্পটি ২৫/৩০ বছর আগেকার। কয়েক বছর আগে নিউইয়র্কের একটি ঘটনা বলতে চাই। নিউইয়র্কে বসে শুনলাম একটা নতুন বাঙলা রেস্টুরেন্ট হয়েছে। সেই রেস্টুরেন্টে সহধর্মিণী কনাকে নিয়ে গেলাম। রেস্টুরেন্টে প্রবেশ করে তো অবাক। সেই রেস্টুরেন্টের দেয়াল চিত্রালীর পৃষ্ঠা দিয়ে সাজানো। সেই চিত্রালীর সংখ্যাগুলো শুধুই ববিতাকে নিয়ে। আমি জিজ্ঞেস করলাম, এই এক দেয়াল শুধু ববিতার ছবি দিয়ে সাজানো কেন? রেস্টুরেন্টের মালিকের স্ত্রী বললেন, আমি আর আমার স্বামী দুজনই ববিতার খুব ভক্ত। তাই ববিতাকে নিয়ে চিত্রালী যেসব প্রচ্ছদ করেছে সেসব ছবি দিয়েই আমরা রেস্টুরেন্টের এই দেয়ালটি সাজিয়েছি। শুধু চিত্রালী নয়, বিচিত্রাসহ বিভিন্ন পত্রিকায় ববিতার যে ছবি ছাপা হতো সেগুলোও আমাদের কাছে আছে। এতদিন পর যেহেতু নিউইয়র্কে একটা রেস্টুরেন্ট দিয়েছি তাই ববিতার ছবিগুলো ব্যবহার করার সুযোগ হাতছাড়া করতে চাইনি। মানুষ আমাদের এই রেস্টুরেন্টে এসেই প্রিয় নায়িকা ববিতার ছবি দেখতে পান। ৩০ বছর পর যশোরের সেই কৃষকের ঘর থেকে পৃথিবীর আধুনিকতম শহর নিউইয়র্কে বাঙালি রেস্টুরেন্টে ববিতার ছবি দেখে চমকে উঠেছিলাম। নিশ্চিত অনুমান করতে পারি, এমন ঘটনা স্বয়ং ববিতাকেও চমকিত করবে। বিস্মিত অথবা অবাক হবেন তিনিও। এর ফলে যে বিষয়টি অনুভব করেছি, তা হলো- একজন শিল্পী মানুষের হৃদয়ের কত গভীরে ঠাঁই করে নিতে পারেন। মানুষ কত গভীরভাবে ভালোবাসেন প্রিয় ববিতাকে। শুভ জন্মদিন ববিতা। ভালো থাকবেন।
শিরোনাম
- আজ জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকছেন প্রধান উপদেষ্টা
- বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: রিজভী
- দেশে কর্মসংস্থান সংকট মহামারী আকার ধারণ করছে : হোসেন জিল্লুর
- সেবাগ্রহীতাদের হয়রানি না করার অনুরোধ অর্থ উপদেষ্টার
- পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে ভাই গুলিবিদ্ধ, বোনকে ছুরিকাঘাত
- যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর উদ্যোগ সরকারের
- মেগা সিরিয়াল খুশবুতে আইটেম গানে সামিরা খান মাহি
- মেহেরপুরে ফসলি জমির পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন
- রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে হামলা চালাল ইউক্রেন
- দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
- জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা মামুনুল হকের
- বরগুনায় থামছে না ডেঙ্গুর প্রকোপ, নতুন আক্রান্ত ৫৮ জন
- চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু
- মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা
- বরগুনায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪
- মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
- নাইজেরিয়ায় ১৮ নারী-শিশুকে অপহরণ
- ভাঙ্গায় অবরোধের নেতৃত্ব দেওয়া প্রধান সমন্বয়ক আটক
- বাগেরহাটে চার আসন বহালের দাবিতে বিএনপি-জামায়াতের অবস্থান ধর্মঘট
- বিক্ষোভের চারদিন পর কাঠমান্ডুর সুপারস্টোরে মিলল ছয় দগ্ধ লাশ
জন্মদিনে শুভেচ্ছা
ববিতাও অবাক হবেন...
ফরিদুর রেজা সাগর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর