কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাসেল মিয়া নামের এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত একই সাথে তাকে আরো ৫০০ টাকা অর্থদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ত রাসেল মিয়া উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের হযরত আলীর ছেলে এবং সোনাহাট স্থলবন্দরের পাথর ব্যবসায়ী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্রের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের একটি দল উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের নীল মাহমুদের কুটির এলাকায় অভিযান চালায়। এসময় মাদক সেবন ও পরিবহণের দায়ে রাসেল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। এরপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমান আদালতে তাকে শাস্তি প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম