উজানের ঢলে ও গত কয়েকদিনের বৃষ্টির কারণে কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমরসহ সবকটি নদনদীর পানি ফের বাড়ছে। বিশেষ করে ত্স্তিা নদীর পানি অস্বাভাবিক বেড়ে বিপৎসীমার একেবারেই কাছাকাছি চলে এসেছে।
সোমবার রাত থেকে তিস্তার পানি দ্রুত বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ২৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও দুধকুমর নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ৭ সেন্টিমিটার বেড়ে ও ব্রহ্মপুত্র নদের পানি দুটি পয়েন্টে ৫ সেন্টিমিটার বেড়ে এবং ধরলা নদীর সেতু পয়েন্টে পানি ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি দেখা দেয়ার আশংকা করছে নদী পাড়ের মানুষ।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, তিস্তাসহ সবকটি নদনদীর পানি সোমবার রাত থেকে দ্রুত বাড়ছে। বিশেষ করে ত্স্তিা নদীর পানি অনেকটা বেড়েছে। তা যেকোন মুহূর্তে বিপৎসীমার অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম