নারায়ণগঞ্জ জেলার বর্জ্য ব্যবস্থাপনায় প্রত্যেক উপজেলা পরিষদের আওতায় কাজ শুরু করেছে জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বর্জ্য ব্যবস্থাপনায় ভ্যান হস্তান্তর করেছেন।
বুধবার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ফতুল্লা ইউনিয়ন পরিষদের অনুকূলে দুইটি ইঞ্জিনচালিত ভ্যান হস্তান্তর করেন। এখন থেকে এই দুইটি ভ্যান সিটি কর্পোরেশনের বাইরে যে ময়লাগুলো জমবে সে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলবে। সেই সাথে পর্যায়ক্রমে জেলাজুড়ে এর বিস্তার ঘটবে এবং ভ্যানের সংখ্যাও বাড়তে থাকবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, একটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা থেকে করে থাকে। কিন্তু নারায়ণগঞ্জ জেলার বাস্তবতা হচ্ছে এই জেলাটির পুরোটাই শহরের মধ্যে পড়েছে। পুরো জেলাজুড়েই শহর। গ্রামের প্রভাব জেলাতে নেই। সেই প্রেক্ষাপট চিন্তা করেই আমরা যখন দেখলাম সিটি কর্পোরেশন এই শহরের ৭২ স্কয়ার কিলোমিটার জায়গাজুড়ে সিটি কর্পোরেশন।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের বাইরেও শহরের যে অবস্থান আছে সেখানে প্রচুর পরিমাণ বর্জ্য বিশেষ করে হাসপাতাল বিভিন্ন কলকারখানার বর্জ্যগুলো ব্যবস্থাপনায় আনার জন্য উপজেলা পরিষদ থেকে একটি প্রাথমিক একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই শহরটিকে সেরা করতে চাইলে সবদিক থেকে সেরা করতে হবে। তারই একটি প্রদক্ষেপের অংশ হিসেবে আমরা প্রাথমিকভাবে ভ্যান দিয়ে শুরু করেছি। এর সংখ্যা বাড়বে সারা জেলাব্যাপী এটা করবো।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন ও সহকারী কমিশনার (ভূমি) দেবযানি করসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এএ