পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৩১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮০৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫০৭ জন রয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বুধবার এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে এক হাজার ৩১৩ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় দু’টি দেশীয় পিস্তল, পাঁচটি একনলা বন্দুক, একটি দেশীয় শুটার গান, ১৩ রাউন্ড গুলি, ছয়টি কার্তুজের খোসা, একটি ওয়েন্ডিং মেশিন, একটি গ্রাইন্ডার মেশিন এবং একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে। তথ্যসূত্র: বাসস
বিডি প্রতিদিন/একেএ