বলিউড তারকাদের ব্যক্তিজীবন নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বিশেষ করে বিচ্ছেদের মতো স্পর্শকাতর বিষয় যখন সামনে আসে, তখন তা নিয়ে আলোচনা আরও তুঙ্গে ওঠে। এমনই এক সময়ের সাক্ষী ছিল কাপুর পরিবার, যখন কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুরের বিবাহবিচ্ছেদ নিয়ে উত্তাল হয়ে উঠেছিল মিডিয়া এবং ভক্তমহল।
২০১৬ সালে কারিশমা যখন এক কঠিন সময় পার করছিলেন, তখন তার সবচেয়ে বড় সহায় হয়ে পাশে ছিলেন ছোট বোন কারিনা কাপুর। যদিও সেই সময় কারিনার কাছ থেকেও বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, তিনি একেবারেই নীরব ছিলেন। কোনও বিবৃতি না দিয়ে পরিস্থিতিকে সম্মান জানিয়েই পেছনে থেকে শক্তি জুগিয়েছেন দিদিকে।
এক পর্যায়ে কারিনা বলেছিলেন, ‘এটা খুবই ব্যক্তিগত বিষয়। আমি বা কারিশমা, কেউই এ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। দিদির পাশে আমি কীভাবে থাকব, সেটা নিয়ে কারও ভাবার কথা নয়।’
তিনি আরও বলেন, ‘দিদি একজন সেলিব্রিটি। ওকে নিয়ে মানুষ আগ্রহ দেখাবেন, এটাই স্বাভাবিক। আমরা সেটাকে সম্মান করি। তবে কারিশমার জীবন নিয়ে যারা এত আলোচনা করেছেন, তাদের অনেকেই প্রকৃত সত্যটা জানেন না।’
বিডি প্রতিদিন/মুসা