দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেরি করে হলেও এবার ক্যাপিটাল ড্রামার পর্দায় হাজির হচ্ছেন ছোটপর্দার রোমান্টিক নায়কখ্যাত অপূর্ব। তাঁর বিপরীতে রয়েছেন সাদিয়া আয়মান। বসুন্ধরা হাউজিং নিবেদিত নাটকটির নাম ‘দেরি করে আসবেন’। ক্যাপিটাল ড্রামাতে এই জুটির এটি প্রথম একসঙ্গে অভিনয়। মুরসালিন শুভর গল্প ও পরিচালনায় এবং মানব মিত্রের চিত্রনাট্য ও সংলাপে নির্মিত নাটকটিতে আরও রয়েছেন সমু চৌধুরী, শিল্পী সরকার অপু, মুহাম্মাদ আবু রাজিন, আবিরসহ অনেকে। নাটকটির চিত্রগ্রাহক হিসেবে আছেন সামিউল করিম সুপ্ত, কস্টিউম ডিজাইনে সামিয়া ইলহাম চন্দ্র, আর্ট ডিরেকশনে মোমো রাখাইন। এর প্রধান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এ বি মামুন, লাইন প্রডিউসার আবির, মেকাপ জুয়েল, পোস্টার ডিজাইনে নাহিদ হোসেন, ফটোগ্রাফিতে অপূর্ব অভি এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানব মিত্র। এতে একটি গান রয়েছে; যার রচনা, সুরকার, সংগীত ও ভোকালে রাগীব স্বাগত। নাটকটির প্রযোজনায় আনোয়ারুল আলম সজল।
নাটকটি নিয়ে নির্মাতা মুরসালিন শুভ বলেন, ‘দেরি করে আসবেন’ গল্পটা অনেক আগেই লেখা হয়েছিল। অপূর্ব ভাইয়ের সঙ্গে আগে কাজ করলেও এটা আমাদের প্রথম রোমান্টিক ঘরানার কাজ। আর সাদিয়ার সঙ্গে এটা ছিল আমার প্রথম কাজ। সব মিলিয়ে শুরুতে কিছুটা চ্যালেঞ্জিং মনে হলেও শেষ পর্যন্ত কাজটা ঠিক যেমন কল্পনা করেছিলাম, তার কাছাকাছি জায়গায় পৌঁছাতে পেরেছি। এটাই আমার সবচেয়ে তৃপ্তির।’
এদিকে এমন গল্পে কাজ করতে পেরে উচ্ছ্বসিত জিয়াউল ফারুক অপূর্ব। তিনি বলেন, ‘দেরি করে আসবেন’, নামটা শুনেই আমার কেমন যেন একটা কৌতূহল তৈরি হয়েছিল। যখন গল্পটা প্রথম শুনি, বুঝে যাই এটা সাধারণ গল্প নয়। প্রতিটি দৃশ্য, প্রতিটি আবেগ খুব বাস্তবভাবে ধরা পড়েছে। চিত্রনাট্য ও সংলাপ, সত্যিই সুন্দর, সংবেদনশীল আর খুবই বাস্তব ঘরানার। সব মিলিয়ে বলব, কাজটা আমার নিজের খুব কাছের একটা কাজ হয়ে থাকবে। দর্শকরা দেখলে বুঝতে পারবেন, আমরা ঠিক কতটা মন থেকে এই গল্পটা বলার চেষ্টা করেছি।’
অন্যদিকে সাদিয়া আয়মান বলেন, গল্পটা প্রত্যেকটি মানুষের সঙ্গে মিলে যাওয়ার মতো। যা প্রত্যেক মানুষের সঙ্গে ঘটে। খুবই সুন্দর, সহজ ও পরিচ্ছন্ন গল্প। এমন একটি দারুণ গল্প ও সহজ একটি চরিত্রে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করছি, আমার মতো সবারই কাজটি ভালো লাগবে।
এদিকে হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল বলেন, ক্যাপিটাল ড্রামায় এই জুটির প্রথম কাজ। যদিও এর আগে অপূর্ব ভাইয়ের ‘প্রিয় প্রজাপতি’ ক্যাপিটাল ড্রামায় রিলিজ হয়েছিল এবং ব্যাপক সাড়া ফেলেছিল। তবে ক্যাপিটাল ড্রামায় সাদিয়ার প্রথম কাজ এটি। সেই হিসেবে আমি মনে করি, অপূর্ব-সাদিয়া জুটির এ কাজটিও দর্শকপ্রিয়তা পাবে বলে আশা করছি। ইনশাআল্লাহ সামনেও পুরোপুরি আলাদা রকম কিছু হবে। সবাই ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন।
প্রযোজক আনোয়ারুল আলম সজল জানান, বসুন্ধরা হাউজিং নিবেদিত এ নাটকটি ৩১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে আর রাগীব স্বাগতের কণ্ঠে গাওয়া গানটি প্রকাশ হবে ক্যাপিটাল মিউজিকে। উল্লেখ্য, এর আগে ক্যাপিটাল ড্রামাতে অবমুক্ত হয় জাকারিয়া সৌখিনের নির্মাণে অপূর্ব-তাসনিয়া ফারিণ জুটির ‘প্রিয় প্রজাপতি’, মাহমুদুর রহমান হিমির পরিচালনায় জোভান-নাজনীন নিহার ‘মিথ্যে প্রেমের গল্প’, হাসিব হোসাইন রাখীর নির্মাণে তৌসিফ মাহবুব-তানজিম তটিনীর ‘চলো হারিয়ে যাই’ এবং রুবেল হাসানের নির্মাণে মুশফিক আর ফারহান-কেয়া পায়েলের ‘অনেকদিন পরে’। প্রচারের পর এই নাটকগুলো ব্যাপক সফলতা পায় ও দর্শকপ্রিয় হয়।