চুয়াডাঙ্গায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ স্লোগান নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. মহসীন আলী ও মো. আজিজুর রহমান, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শন মো. নজরুল ইসলাম ও উচ্চমান সহকারি মো. সাকিরুল ইসলাম এবং নিরাপদ সড়ক চাই- নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়কের গুরুত্ব, রোড সাইন, রাস্তা পারাপার, ওভারব্রীজ ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয় এবং সড়কে নিরাপদ চলাচল বিষয়ে আলোচনা করা হয়। এতে বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/জামশেদ