২৪ জুলাই, ২০১৯ ০৮:৩১

পারমাণবিক অস্ত্র ত্যাগে ভারতকে অনুসরণ করবে পাকিস্তান

অনলাইন ডেস্ক

পারমাণবিক অস্ত্র ত্যাগে ভারতকে অনুসরণ করবে পাকিস্তান

ভারত পারমাণবিক অস্ত্রগুলো ত্যাগ করলে পাকিস্তানও করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী ইমরান খান স্থানীয় গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।

ভারত পারমাণবিক অস্ত্রগুলো ত্যাগ করলে পাকিস্তান করবে কিনা এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, হ্যাঁ। কারণ পারমাণবিক যুদ্ধ কোনও বিকল্প নয়। আর পাকিস্তান ও ভারতের পারমাণবিক যুদ্ধের ধারণাটি আত্মবিধ্বংসী। কারণ আমাদের মধ্যে আড়াই হাজার মাইলের সীমান্ত আছে।

তিনি বলেন, আমি মনে করি এই উপমহাদেশের মানুষ গত ফেব্রুয়ারিতে ভারত-পাকিস্তান সীমান্তে সৃষ্ট উত্তেজনার ফলে বিষয়টি ভালোভাবেই বুঝেছে। এসময় একটি ভারতীয় বিমান পাকিস্তানে ভূপাতিত হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি পারেন, তবে এক্ষেত্রে তাকে তার ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছি আমি। 

তিনি বলেন, একমাত্র যুক্তরাষ্ট্রই কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও ভারতের মধ্যে মধ্যস্থতা করতে পারে। এই কাশ্মীরের কারণেই আমরা ৭০ বছর ধরে সভ্য প্রতিবেশীর মতো বসবাস করতে পারছি না।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর