শ্রীলঙ্কাকে ৪৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে ৫০ মিলিয়ন ডলার দেওয়া হবে সন্ত্রাসবাদ দমনের খাতে। শুক্রবার শ্রীলঙ্কার নবনির্বাচিত রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের সঙ্গে আলোচনার পর একথা জানান মোদি।
বিভিন্ন বিষয়ে এদিন কথা হয় দু'জনের। এর মধ্যে শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের দাবি পূরণ, নিরাপত্তা বৃদ্ধি, বাণিজ্য চুক্তি, মৎস্যজীবীদের ঠিকানা সংক্রান্ত নানা বিষয় ছিল। সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে মোদি বলেন, তিনি রাষ্ট্রপতি রাজাপাকসকে নিশ্চিত করেছেন, তার দেশকে এগিয়ে যেতে পূর্ণ সহায়তা করবে ভারত। মোদি ঘোষণা করেন ৪০০ মিলিয়ন ডলার সাহায্য করা হবে শ্রীলঙ্কাকে। এর সঙ্গে আরও ৫০ মিলিয়ন ডলার দেওয়া হবে সন্ত্রাস দমনের জন্য।
গত এপ্রিলে কলম্বোয় একের পর এক বোমার আঘাতে ২৫০ জন মানুষ প্রাণ হারান। মোদি বলেন, ‘‘আমি রাষ্ট্রপতি রাজাপাকসের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি কীভাবে যৌথভাবে সন্ত্রাসের দমন করা যায়। শ্রীলঙ্কার পুলিশ কর্মকর্তারা মুখ্য ভারতীয় সংস্থায় সন্ত্রাসের সঙ্গে লড়াইয়ের বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।''
এদিকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথোপকথন ‘‘ফলপ্রসূ'' হয়েছে।
বৃহস্পতিবার তিন দিনের সফরে ভারতে যান রাজাপাকস। এটাই তার রাষ্ট্রপতি হিসেবে প্রথম বিদেশ সফর। ১০ দিন আগেই শ্রীলঙ্কার প্রশাসনিক প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ