শুক্রবার ইংল্যান্ডের লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে তিনজন।
এই হামলায় জড়িত ব্যক্তির নাম প্রকাশ করেছে পুলিশ। অবশ্য, তিনিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
ব্রিটিশ পুলিশ জানিয়েছে, লন্ডন ব্রিজ আক্রমণকারী নাম উসমান খান। ওসমান খান পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক। তিনি এর আগে লন্ডন শহরের স্টক এক্সচেঞ্জে বোমা ফেলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ বলছে, উসমান খানের বয়স ২৮ বছর। শুক্রবার সশস্ত্র পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে ছুরিকাঘাতে হামলা চালিয়ে দু'জনকে হত্যা ও তিনজনকে আহত করেন তিনি।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত ডিসেম্বরে লাইসেন্সে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে তিনি স্টাফর্ডে থাকতেন।
জানা গেছে, ২০১২ সালে উসমান খানকে সর্বনিম্ন আট বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ‘জন সুরক্ষা’ আইনে তাকে জেলে আটকে রাখা হয়েছিল।
তবে, ২০১৩ সালে আপিল কোর্ট এই সাজা বাতিল করে। এর পরিবর্তে ১৬ বছরের নির্ধারিত মেয়াদে তাকে প্রায় অর্ধেক মেয়াদে জেল খাটতে হয়েছে।
উসমান খান জঙ্গি সংগঠন আল-কায়েদার নীতি দ্বারা অনুপ্রাণীত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সূত্র : বিবিসি, গার্ডিয়ান, ডন
বিডি প্রতিদিন/কালাম