ফিলিপাইনের লুজন দ্বীপে প্রবল শক্তি নিয়ে আঘাত হেনেছে টাইফুন কাম্মুরি। এর প্রভাবে বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় বিমানবন্দরের সব কার্যক্রম। এছাড়াও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত দুই লাখ মানুষকে।
সোমবার রাতে লুজন দ্বীপে আঘাত হানে টাইফুন কাম্মুরি (স্থানীয় বলছেন ‘টিসয়’)। এ সেখানে ব্যাপক জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
লুজন প্রদেশের গভর্নর আল ফ্রান্সিস বিচারা জানান, যারা স্বেচ্ছায় যেতে রাজি হচ্ছে না, তাদের বলপূর্বক নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ফিলিপাইনের দুর্যোগ সংস্থা জানিয়েছে, ক্যাটাগরি-৪ মাত্রার টাইফুনটি এর গতিপথে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে কাম্মুরি দেশটির রাজধানী ম্যানিলা অতিক্রম করবে বলে জানানো হয়েছে। এর কারণে নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর স্থানীয় সময় সকাল ১১টা থেকে ১২ ঘণ্টা বন্ধ থাকবে। কয়েক ডজন ফ্লাইট এরইমধ্যে বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে প্রদেশের সব স্কুল-কলেজ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন