রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে থাকা মিয়ানমারে সমাবেশ করেছেন অং সান সু চি'র সমর্থকরা। এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটিতে তার সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ইয়াঙ্গুন শহরের কেন্দ্রে জড়ো হয়ে এ সমাবেশে অংশ নেন কয়েকশ' মানুষ।
এ সময় বক্তারা বলেন, সবাইকে একতা দেখাতে হবে। দেশের কোন নেতা লেবুকে মিষ্টি বললে, সবাইকে তা বলতে হবে।
শিগগিরই আন্তর্জাতিক বিচারিক আদালতের মুখোমুখি হতে নেদারল্যান্ডসে যাবেন সু চি। তিনি নিজেই গণহত্যার অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
এর আগে, সু চি কে সমর্থন দিতে দেশটির বিভিন্ন প্রান্তে সেনাবাহিনীর নেতাদের সঙ্গে তার ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়।
আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার শুনানি হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন