প্রচণ্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নর্থ ক্যারোলাইনাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। নিউইয়র্কের রাজধানী আলবানীর উত্তর-পশ্চিমের শহর ডেলানসনে ২৭ ইঞ্চি পর্যন্ত তুষার পড়েছে। রাজ্যের রাজধানীসহ বিভিন্ন স্থানে জরুরি অবস্থা জারি করেছে গভর্নর।
এদিকে, সোমবারের এ তুষারঝড়ে প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল কিংবা বিলম্বে যাত্রা করেছে। ১০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাছাড়া, নিউইয়র্ক শহরে স্কুল ছুটির সময় তুষারঝড় শুরু হলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার