সিরিয়ার উত্তর-পশ্চিম ইদলিব প্রদেশে সরকারি বাহিনী ও সরকার বিরোধী চরমপন্থিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় দুইদিনে দু’পক্ষের অন্তত ১০০ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র (এসওএইচআর) বরাত দিয়ে সংবাদমাধ্যম টেলিগ্রাফ এ তথ্য জানায়।
এসওএইচআর জানায়, শনিবার ইসলামি চরমপন্থিদের নিয়ন্ত্রণে থাকা ইদলিবে হামলা চালায় সিরীয় বাহিনী। বিশেষ করে সোমবার ভোরের দিকে বিভিন্ন দিক থেকে ইদলিবের দক্ষিণ-পূর্বাঞ্চলে হামলা চালানো হয়।
এ ব্যাপারে এখন পর্যন্ত সিরীয় সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা সাধারণত হতাহতের সংখ্যা প্রকাশ করে না।
ইদলিবকে সন্ত্রাসীমুক্ত করতে সেখানে সরকারি ও মিত্র বাহিনীর সেনারা অভিযান চালাচ্ছে। তবে আমেরিকা ইদলিবে অভিযান না চালানোর আহ্বান জানিয়েছে। গত অক্টোবর থেকে যুদ্ধবিধ্বস্ত ইদলিব প্রদেশে সরকারি শাসক, রাশিয়া ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় অন্তত শতাধিক বেসামরিক নাগরিক মারা গেছে। এ ছাড়া ৫০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন অসংখ্য মানুষ।
বিডি প্রতিদিন/এ মজুমদার