ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীতে আজ নিজেদের তৈরি তিনটি গোয়েন্দা ও প্রশিক্ষণ বিমান যুক্ত হয়েছে। 'চাকাভাক' নামের অতি হালকা ছোট এই বিমান এক ইঞ্জিনবিশিষ্ট এবং এতে দু'টি আসন রয়েছে। নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি আজ মঙ্গলবার এসব বিমান উদ্বোধন করেন।
তিনি আরও বলেছেন, এসব বিমানের গতিবেগ ঘন্টায় ২৮০ কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ফুট উচ্চতায় টানা সাড়ে চার ঘন্টা ধরে উড়তে পারে। নৌ কমান্ডার আরও জানিয়েছেন, ইরানি বিশেষজ্ঞরা এসব বিমান তৈরি করেছেন এবং নিজেরা তৈরি করার কারণে প্রতি বিমানে ইরানের সাশ্রয় হয়েছে এক লাখ ৯৫ হাজার ইউরো।
এর আগে গত ৩০ নভেম্বর ইরানের নৌবাহিনী নিজস্ব প্রযুক্তির উন্নত ড্রোন উদ্বোধন করেছে। 'পেলিকান-টু' নামের ওই ড্রোন সাগরের অনেক ভেতরে পর্যবেক্ষণ ও শনাক্তকরণ তৎপরতা চালাতে পারে। 'পেলিকান-টু' জরুরি মুহূর্তে পানির ওপর অবতরণ ও ভেসে থাকার সামর্থ্য রাখে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক