ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ হোসেইন বাকেরি বলেছেন, ইরান এবং চীন আগামী ২৫ বছরের জন্য কৌশলগত পরিকল্পনা তৈরি করছে এবং এটি এরই মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী অনুমোদন করেছেন।
জেনারেল বাকেরি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুপক্ষের সম্পর্ককে কৌশলগত বলে বিবেচনা করেন।
ইরানের সামরিক বাহিনীর কমান্ডার আরো বলেন, ইরান এবং চীনের সম্পর্কের উপর কোনো শত্রুদেশের ষড়যন্ত্র প্রভাব ফেলতে পারবে না। দুই পক্ষই পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন। জেনারেল বাকেরি আশা করেন, দুই দেশের সামরিক বাহিনী তাদের সব ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে।
ইরানের ওপর যখন মার্কিন সরকার কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এবং ইরানকে একঘরে করার চেষ্টা করছে তখন বেইজিংয়ের সঙ্গে তেহরানের সম্পর্ক বিস্তৃত হচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত