উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সত্য কাহিনী অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’ সম্প্রচারের জন্য রাষ্ট্রীয় টেলিভিশন (পিটিভি) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
মঙ্গলবার ইমরান খানের ব্যক্তিগত সহকারী ইফতিখার দারানির বরাতে এক্সপ্রেস ট্রিবিউন উর্দূ এ খবর জানিয়েছে।
তিনি জানান, জনপ্রিয় তুর্কি সিরিয়াল ‘দিরিলিস আরতুগ্রুল’ সম্প্রচারের জন্য পিটিভি কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন।
ওই নির্দেশনায় ইমরান খান বলেছেন, সত্য ইতিহাস অবলম্বনে নির্মিত এই সিরিজ পিটিভিতে দেখানোর উদ্দেশ্য হলো, জাতিকে ইসলামি ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দেয়া। কারণ, ‘দিরিলিস আরতুগ্রুল’ ইসলামি সভ্যতা ইতিহাস ও মুসলিম বীরদের অত্যন্ত নিপুণতার সঙ্গে উপস্থাপন করতে পেরেছে।
প্রসঙ্গত, দিরিলিস আরতুগ্রুলের দ্বারা প্রভাবিত হয়ে এখন পর্যন্ত একাধিক মানুষ ইসলামধর্ম গ্রহণ করেছেন। মঙ্গলবার আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে যে, দিরিলিস আরতুগ্রুলের দ্বারা প্রভাবিত হয়ে এক মেক্সিকান দম্পতি মুসলিম হয়েছেন
তুরস্কের প্রভাবশালী গণমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় মুসলিম কমিউনিটি আয়োজিত একটি অনুষ্ঠানে মেক্সিকান দম্পতি স্বেচ্ছায় মুসলিম হওয়ার গৌরব অর্জন করেন। তাদের পবিত্র কালিমা পাঠ করান ‘দিরিলিস আরতুগ্রুল’ এর অন্যতম চরিত্র আব্দুর রহমানের অভিনয় করা জনপ্রিয় অভিনেতা জালাল আল।
বিডি প্রতিদিন/আরাফাত