দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলীয় উপকূলে ৬.০ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত পৌনে ৪টার দিকে আরিকা শহর থেকে ৩৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, পেরু সীমান্তবর্তী চিলির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ওই ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে এটির গভীরতা ছিল ৩২ কিলোমিটার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ