১৫ ডিসেম্বর, ২০১৯ ১৭:৫৯

ইসরায়েলি গবেষণা জাহাজের তৎপরতা রুখে দিল তুর্কি জাহাজ

অনলাইন ডেস্ক

ইসরায়েলি গবেষণা জাহাজের তৎপরতা রুখে দিল তুর্কি জাহাজ

ইহুদিবাদী ইসরায়েলের একটি কথিত গবেষণা জাহাজের তৎপরতা রুখে দিয়েছে তুরস্কের যুদ্ধজাহাজ। ভূমধ্যসাগরে সাইপ্রাসের পানিসীমায় এ ঘটনা ঘটে। তুরস্ক ওই এলাকাকে নিজের বলে দাবি করে আসছে। তুর্কি জাহাজের বাধার মুখে ইসরায়েলি জাহাজ ওই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। 

ধারণা করা হচ্ছে- তুরস্কের এই পদক্ষেপের কারণে ইসরায়েলের একটি প্রকল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। ভূমধ্য সাগরের ওই এলাকা দিয়ে ইহুদিবাদী ইসরায়েল একটি গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন করতে চায় যার মাধ্যমে ইসরায়েল থেকে ইউরোপে গ্যাস সরবরাহ করা হবে।

জানা গেছে, দুই সপ্তাহ আগে ভূমধ্যসাগরের গালিম এলাকায় এ ঘটনা ঘটেছে। তুরস্কের যুদ্ধজাহাজ থেকে ইজরাইলি জাহাজে তুর্কি সেনা কর্মকর্তারা রেডিও বার্তা পাঠান এবং ওই এলাকায় ইসরায়েলি জাহাজের কী কাজ তা জানতে চান। ইসরায়েলি জাহাজ থেকে সন্তোষজনক কোনো জবাব না পেয়ে তুর্কি জাহাজ ইসরায়েলি জাহাজকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। তুর্কি নৌ বাহিনীর নির্দেশের মুখে কোনো উপায়ান্তর না দেখে ইসরায়েলি জাহাজটি এলাকা ছেড়ে চলে যায়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর