নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৫১ মুসল্লি নিহত হন।
গত বছরের ১৫ মার্চ ওই হামলার পর সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করে এসব অস্ত্র ফেরত নেওয়ার স্কিম হাতে নেয় দেশটির সরকার।
এই স্কিমের অধীনে গত ছয় মাসে ৫৬ হাজারের বেশি আগ্নেয়াস্ত্র কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চের ওই হামলার পর পার্লামেন্ট এই নিষেধাজ্ঞার বিষয়ে একমত হয়। ওই বন্দুক হামলা ছিল আধুনিক নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ।
‘স্বঘোষিত খ্রিস্টান শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী’ অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট এই বন্দুক হামলা চালান। আগামী বছর বিচারের মুখোমুখি হচ্ছেন তিনি।
অস্ত্র ফেরতের এই স্কিম এপ্রিলে চালু হয়। এর অধীনে অস্ত্র ফেরত দিয়ে কেনা দামের ৯৫ শতাংশ পর্যন্ত অর্থ ফেরত পান মালিকরা।
গত শুক্রবার এই স্কিমের মেয়াদ শেষ হয়। পুলিশ এই উদ্যোগকে সফল বলে দাবি করেছে।
পুলিশ মিনিস্টার স্টুয়ার্ট ন্যাশ বলেন, ‘আমাদের সম্প্রদায় থেকে ৫০ হাজারের বেশি আগ্নেয়াস্ত্র আমরা ফেরত নিয়েছি। এটা একটি ভালো উদ্যোগ বলেই বিবেচিত হবে।’
বিডি প্রতিদিন/কালাম