আসমের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটবে না। কাউকে রাজ্য ছেড়ে বের হতে দিবো না। সিএএ বিরোধী মঞ্চ থেকে পাহাড়ের বিভিন্ন উপজাতির নাগরিকদের আশ্বস্ত করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বুধবার দার্জিলিং শহরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিলে এসব কথা বলেন তিনি।
এসময় পাল্টা কেন্দ্র সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, কাউকে তাড়াতে হলে তাকে আগে ভারত ছাড়া করতে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত