২৩ জানুয়ারি, ২০২০ ০৯:০৭

যে কারণে গণতন্ত্র সূচকে ভারতের বড় ধস

অনলাইন ডেস্ক

যে কারণে গণতন্ত্র সূচকে ভারতের বড় ধস

৩৭০ ধারা বাতিলের আগে জম্মু-কাশ্মীরে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়।

বিশ্ব গণতন্ত্র সূচকে বড় ধরনের ধসের মুখে পড়লো ভারত। এক লাফে ১০ ধাপ পিছিয়ে গেল দেশটি। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)-র তথ্য অনুযায়ী, ৭.২৩ পয়েন্ট নিয়ে ২০১৯ সালে গণতন্ত্র সূচকে ভারতের স্থান বিশ্বে ৫১তম। অথচ ২০১৮ সালে ৬.৯ পয়েন্ট নিয়ে ভারত ছিল ৪১ নম্বর স্থানে। নিউজ এইটটিনের খবর, রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, ভারতের গণতন্ত্র 'ত্রুটিপূর্ণ।'

২০০৬ সাল থেকে এই সূচক মাপা শুরু হয়েছে। এ বারই ভারতের র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে খারাপ। ৫টি ক্যাটেগরির নিরিখে এই সূচক মাপা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া, সরকার পরিচালনা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা। ০ থেকে ১০-এর মধ্যে স্কোর বেঁধে দেওয়া হয়। এছাড়া পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড গণতন্ত্র ও একনায়কতন্ত্র-এই চারটি বিভাগ রাখা হয়। তার মধ্যে ভারতকে ত্রুটিপূর্ণ গণতন্ত্রের কোটায় রাখা হয়েছে।

ভারতের এমন ধসের কারণ হিসেবে রিপোর্টে বলা হয়েছে, '৩৭০ ধারা বাতিলের আগে জম্মু-কাশ্মীরে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করেছিল ভারত। সেখানে কারফিউ জারি, রেকর্ড সংখ্যক দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়।প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করে রাখা, হাজার হাজার কাশ্মীরিকে অনৈতিকভাবে গ্রেফতারের অভিযোগ রয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। মোদি সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশের সংখ্যালঘুদের একটা বড় অংশ।'

রিপোর্টে আরও বলা হয়েছে, নতুন নাগরিকত্ব আইনে ক্ষুব্ধ দেশের মুসলিম সমাজের বড় অংশ। বড় শহরগুলিতে বিক্ষোভ চলছে। পূর্ণ গণতান্ত্রিক দেশগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে চিলি, ফ্রান্স, পর্তুগাল। উদ্বেগের বিষয় হল বিশ্বের এক তৃতীয়াংশের বেশি দেশই একনায়কতন্ত্রের ক্যাটেগরিতে পড়েছে।


বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর